Sunday, 26 June 2022

   04:35:06 AM

logo
ওষুধের দোকানে এসব জিনিস ‘নেই’ কেন

2 years ago

গতকাল রোববার বিকেলের দিকে কয়েকজন সহকর্মী জানান, কারওয়ান বাজারে হ্যান্ড স্যানিটাইজার নেই। রাত ১০টার পরে ধানমন্ডিতে প্রাথমিক চিকিৎসায় ওয়ান টাইম ব্যান্ডেজ ও হেক্সিসল কেনার জন্য একটি ফার্মেসিতে গেলে দোকানি জানান, হেক্সিসল বিকেলেই শেষ। জীবাণু রোধে ব্যবহার্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল বাজার থেকে প্রায় নাই হয়ে গেছে। ফার্মেসি, সুপারশপ, পাড়ার দোকান—সবখান থেকেই বলা হচ্ছে, পরে আসেন।

ধানমন্ডির একটি সুপারশপে এক নারী বড় দুটি স্যাভলনের বোতল নিলেন। সুপারশপের ম্যানেজার বললেন, ‘আপা, এত দিয়ে কী করবেন?’ সেই নারীর উত্তর, ‘বাজারে করোনো এসেছে।’


সম্পর্কিত সংবাদ