
আগের দিন হতাশায় মোড়ানো ছিল বাংলাদেশের। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিনটাতে ভিন্ন ইতিহাসের জন্ম দিয়েছেন মুমিনুল হক। বাংলাদেশের হয়ে টানা দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড ছিল না কারও। রবিবার সেই আক্ষেপটাও পূরণ করে দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল। আগের ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সেঞ্চুরির আগে প্রথম সেশনটাও দাপটের সঙ্গে শেষ করেছেন মুমিনুল হক ও লিটন দাস জুটি। মধ্যাহ্নভোজনের পর ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৮ রান। বাংলাদেশের লিড ৩৮ রান। দাপটের সঙ্গে প্রথম সেশন পার করা জুটি ২৮.১ ওভারে বিনা উইকেটে করে ১০৬ রান।
৩ উইকেটে ৮১ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন বলেই শুরুটা দেখে শুনে করেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক ও লিটন দাস। ধীরে ধীরে প্রতিরোধের দেয়াল লম্বা করতে থাকে এই জুটি। পেরেরার ৪৩তম ওভারে তিন রান নিয়ে ১৩তম ফিফটি পূরণ করেন মুমিনুল। প্রথম সেশনে এই জুটিতে এসেছে ১০৬ রান। মুমিনুল ব্যাট করছেন ১০১ রানে। অপর দিকে লিটন ব্যাট করছেন ৬৯ রানে।
এর আগে ৪৮তম ওভারে আচমকা হেলমেটে আঘাত পেয়ে বসেন মুমিনুল। কুমারার শর্ট বল ঠিকমতো বুঝতে পারেননি। বল এসে লাগে হেলমেটে। অবশ্য তেমন কোনও বিপদের মধ্যে পড়তে হয়নি তাকে। এরপরেই এক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড নিজের করে নেন বাঁহাতি ব্যাটসম্যান।
টানা দুই ইনিংসে সেঞ্চুরির আগে আরও একটি অর্জনের পাশে নাম লিখিয়েছেন মুমিনুল। ২৩১ রান করে এক টেস্টে সর্বাধিক রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে এই রেকর্ড গড়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে চলে এসেছেন মুমিনুল।
Leave a Reply
Be the First to Comment!